নেত্রকোনায় জলতরঙ্গ ফুড পার্ক উদ্বোধন করলেন ডাঃ লুৎফা হক

IMG-20251213-WA0015

সারোয়ার পারভেজ বাবু
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় জলতরঙ্গ ফুড পার্কের উদ্বোধন করলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হকের সহধর্মিনী ডাঃ লুৎফা হক।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২ টায় রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।

নেত্রকোনার সদর উপজেলায় রেলক্রসিং বাজারের পশ্চিমে আলিফ নগর দুধকুড়া বিল বাইপাস রাস্তার পাশে মনোমুগ্ধকর ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে ফুড পার্কটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি, নেত্রকোনা -২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের নমিনী ডাঃ আনোয়ারুল হকের সহধর্মিনী ডাঃ লুৎফা হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড.আরিফা জেসমিন নাহিন, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক।

উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডভোকেট মোঃ খলিলুর রহমান খলিল।

জলতরঙ্গ ফুড পার্কের প্রোপাইটর বেলায়েত হোসেন বিল্লাল বলেন, এখানে বার্গার,ভেজিটেবল রোল, চিকেন ফ্রাইসহ বিভিন্ন ধরনের দেশীয় খাবার পরিবেশনকরা হবে। তাছাড়া ম্যারেজ ডে, কোম্পানি কনফারেন্স, জন্মদিন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিসহ যেকোন অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে।