কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের সদর উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন।

IMG-20251213-WA0000


‎কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কুড়িগ্রাম সদর উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সদর উপজেলা প্রচারদলের আহবায়ক মোঃ আরিফ বিন খন্দকার ও সদস্য সচিব মোঃ আহসানুল হাসান বাধনকে মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

‎বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ইং জাতীয়তাবাদী প্রচারদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ এরশাদুল হক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

সদর উপজেলা প্রচারদলের অনুমোদিত কমিটিতে অনান্যরা হলেন, মোঃ রায়হান কবির সিনিয়র যুগ্ন আহবায়ক,মোঃ মিজানুর রহমান যুগ্ন -আহবায়ক, আল মামুন যুগ্ন আহবায়ক,মোঃমামুনুর রশিদ যুগ্ন -আহবায়ক,মোঃ ইসমাইল হোসেন যুগ্ন আহবায়ক, মোঃমুসরাত আসিফ যুগ্ন আহবায়ক, মোঃহাবিবুর রহমান সদস্য,মোঃমিলু আহমেদ সদস্য,মোঃমিঠু রহমান সাওার,মোঃ রাসেল রাহি সদস্য,মোঃ হৃদয় আহমেদ বিশাল সদস্য, মোঃ বায়জিদ বোষ্টামি সদস্য, ফারহানুল ইসলাম ফরিদ সদস্য, মাসুদ রানা সদস্য, ইমতিয়াজ সাইফুল্লাহ ইমন সদস্য, মোঃ রৌনাকুল ইসলাম প্যারিস সদস্য, মোঃআতিক রহমান,
সদস্য,মোঃ মিন্টু সদস্য, মোঃকানন আহমেদ সানি সদস্য।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচারদলের আহবায়ক মোঃ আরিফ বিন খন্দকার ও সদস্য সচিব মোঃ আহসানুল হাসান বাধন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের আহবায়ক কমিটি পেয়ে আমরা অনেক খুশি।জেলা ঘোষিত সকল দিক নির্দেশনা মেনে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিজয় করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো বলে জানান।