আশুগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াতে’র গণ মিছিল।
মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ
আশুগঞ্জে (১২ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ টায়, হোটেল ভোজন বিলাস রেস্টুরেন্টের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোবারক হোসাইন বক্তব্য রাখেন। সেসময় উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা শাহজাহান ভূইয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী এড. মনিরুজ্জামান, মাওলানা আবুল বাশার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আক্তার হোসেন, সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খান, জামায়াত নেতা জাইদুল হক, জাবেদ মুন্সি, নুরুজ্জামান, আশুগঞ্জ উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডাক্তার খালেদ মুসান্না, সাংবাদিক মোজাম্মেল হক, আশুগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস, খলিলুর রহমান প্রমুখ। পরে হোটেল ভোজন বিলাস রেস্টুরেন্টের সামনে থেকে একটি বিশাল গণ মিছিল বেড় হয়ে আশুগঞ্জের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শহরের গোল চত্বর এলাকা অতিক্রম করে ভোজন বিলাস রেস্টুরেন্টের সামনে গিয়ে গণ মিছিল’টি শেষ হয়। সেসময় আশুগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর নেতা – কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে মুখরিত ছিল এযেনো একপ্রকার উৎসব আমেজ।
