দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

IMG-20251211-WA0012

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলটি ০১ নং নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০০৮,২০১৮ ও ২০২৬- এর ধানের শীষ নিয়ে বিএনপি ঠেকে মনোনয়ন প্রাপ্ত অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল এবং ০১ নং নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলামের সুযোগ্য সন্তান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মুন্টু, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার ভুট্টো, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন আলম, দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মীগণ।

প্রধান অতিথি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহ ধর্মীনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ, দেশের ক্রান্তিকালে নিজের দুই সন্তানের কথা চিন্তা না করে বাংলাদেশের কোটি সন্তানের কথা চিন্তা করে নানা নির্যাতনের শিকার হয়েও দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমরা সবাই তাঁর রোগমুক্তির জন্য দোয়া করবো এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য তার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। পুঠিয়া-দুর্গাপুরের সার্বিক উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন বলে ব্যক্ত করেন।

শেষে সম্মিলিত মোনাজাত করেন সবাই এ সময় মোনাজাতে অংশ নেওয়া লোকজনের আমিন আমিন ধ্বনিতে মাহফিলে আবেগঘন পরিবেশ স্মৃতি হয়। তারা গুরুতর অসুস্থ বিএনপি নেত্রীর দ্রুত আরোগ্যে কামনা করেন।