নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

IMG-20251210-WA0006

মোঃ রাসেল আহমেদ,
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Human Aid International–এর নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের ডিসি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন।

পরে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এডভোকেট রুকন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শোয়াইব আলম শিশির।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—সহ সাধারণ সম্পাদক শহীদূর রহমান মিথুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ পিয়েল খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক শিউলী আক্তার, জেলার বিভিন্ন মানবাধিকার কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা কোনো একক সংগঠন বা রাষ্ট্রের দায়িত্ব নয়, বরং এটি জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব। তারা জনবান্ধব রাজনীতি, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, বিশ্ব মানবাধিকার দিবসকে কেন্দ্র করে এ আয়োজনটি জেলাজুড়ে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।