নেত্রকোণায় ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উদযাপিত
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (CEHRLA) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নেত্রকোণা জেলা শাখার আয়োজনে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোণা পৌরসভা প্রাঙ্গণে শেষ হয়। পরে পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেত্রকোণা জেলা শাখার সভাপতি শফিকুল হক খান মিল্কী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার।
সঞ্চালনা করেন- জেলা সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার স্বজল কুমার সরকার,
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নেএকোনা জেলা শাখার আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল
আউয়াল খান।
বক্তব্য রাখেন—জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট রেজাউল করিম, দৈনিক জননেত্র’র সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. মুখলেসুর রহমান, এলডিপির সাধারণ সম্পাদক আফরোজা নার্গিস, নারী নেত্রী পারভীন আক্তার, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোণা জেলা শাখার সভাপতি সারোয়ার পারভেজ বাবু,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মানবাধিকার লঙ্ঘন, নারী ও শিশু অধিকার, সামাজিক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির গুরুত্বরুপের পাশাপাশি মানবাধিকার রক্ষায় সকলের যৌথ উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান।
