খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নেত্রকোনায় দোয়া ও মিলাদ মাহফিল
সারোয়ার পারভেজ বাবু,
নেত্রকোণা জেলা প্রতিনিধি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় নেত্রকোণা পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের চকপাড়া জামে মসজিদ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির নেতা ও জেলা আব্দুল্লাহ আল মামুন খান রনি।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা সদর–বারহাট্টা ০২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক এমপি আশরাফ উদ্দিন খান সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
দোয়া শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
