ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জেএসডি’র প্রার্থী এডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভূইয়ার দোয়া ও সমর্থন প্রার্থনা
মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তৈমুর রেজা মোঃ শাহজাদ ভুইয়া। তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগে নেমে মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে মাঠে নামা এডভোকেট তৈমুর রেজা শাহজাদ জানান, জেএসডি জন্মলগ্ন থেকেই স্বাধীন দেশের উপযোগী শাসনব্যবস্থা, উপজেলা পরিষদের স্বাধীনতা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও জাতীয় সংসদে পেশাজীবীদের প্রতিনিধিত্বের দাবি করে আসছে। এসব দাবির বাস্তবায়ন ও এলাকায় একটি উন্নয়নমুখী সমাজ বিনির্মাণ করাই তার লক্ষ্য।
তিনি বলেন, সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর (আংশিক) অঞ্চলের মানুষের উন্নয়নই হবে তার প্রধান প্রতিশ্রুতি। এলাকার শিক্ষার উন্নয়নে স্কুল-কলেজ প্রতিষ্ঠা, বেকারত্ব কমাতে শিল্প-কারখানা স্থাপন, শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ ও পার্ক নির্মাণ, প্রত্যন্ত অঞ্চলের সড়কযোগাযোগ উন্নয়ন, কৃষির অগ্রগতিতে আধুনিক কৃষি গবেষণাগার স্থাপন এবং বিদ্যুৎ ও গ্যাসের বিস্তৃত সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চান তিনি। পাশাপাশি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণেও ভূমিকা রাখতে চান।
দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক ভূমিকা রেখে আসা তৈমুর রেজা শাহজাদ ভূইয়া অতীতে জাসদ ছাত্রলীগ সরাইল উপজেলা শাখার সভাপতি, জেলা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে এবং ২০০৮ সালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে তিনি প্রার্থী হয়েছিলেন।
এছাড়া তিনি সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের আহ্বায়ক, জেলা মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সহ-সভাপতি, সরাইল হোমিও দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা এবং নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ছাত্র হিসেবে ভাষাতত্ত্বে এমএ এবং ঢাকা সিটি ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন।
নিজ এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এডভোকেট তৈমুর রেজা শাহজাদ আসন্ন নির্বাচনে সকলের সমর্থন ও আশীর্বাদ কামনা করেছেন।
