মদনে বারসিকের উদ্যোগে স্থানীয় জাত বৈচিত্র্য ও বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ রাসেল আহমেদ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক)-এর উদ্যোগে ও দাতা সংস্থা অক্সফাম-এর আর্থিক সহযোগিতায় নেত্রকোনা জেলার মদন উপজেলায় স্থানীয় জাত বৈচিত্র্য ও বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মদন উপজেলার দক্ষিণ মদন এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণে বৃবড়িকান্দী, আরগিলা, ভুইয়াহাটি, ইছাপাড়া, উচিতপুর ও মদন পূর্বপাড়া—এই ছয়টি গ্রামের মোট ১৫ জন নারী ও পুরুষ কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন পূর্বপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক পাপিয়া সুলতানা। প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন মাঠ সহায়ক আবদুর রব। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং।
প্রশিক্ষণে বক্তারা বলেন, স্থানীয় কৃষি ব্যবস্থায় দেশীয় জাতের বীজ সংরক্ষণ ও ব্যবহারের গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে, যা কৃষকদের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ সময় কৃষাণী পাপিয়া আক্তার বলেন,
“নিজেদের বীজ হারিয়ে আমরা এখন কোম্পানিনির্ভর হয়ে পড়েছি। এসব বীজ কিনে আমরা প্রতারিত হচ্ছি এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। অথচ নিজের বীজই আমাদের প্রকৃত সম্পদ।”
প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীরা নিজ নিজ ঘরে দেশীয় বীজ সংগ্রহ ও সংরক্ষণের জন্য একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে ৫ জাতের সবজি বীজ পারস্পরিকভাবে বিনিময় করা হয়।
এই প্রশিক্ষণ স্থানীয় কৃষকদের মধ্যে দেশীয় বীজ সংরক্ষণ ও কৃষিতে বৈচিত্র্য রক্ষার গুরুত্ব বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
