ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত!!

IMG_20251209_224008

এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালনে বর্ণাঢ্য র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা মঙ্গলবার (৯ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় যথাযথভাবে পালিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপক) আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রধান গেইটে মানববন্ধন শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এলক্ষ্যে আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হোসেন।

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নয়া অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শোভন কুমার পাল, দুপক সহসভাপতি উপাধ্যক্ষ মোঃ তাহাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলামসহ দুপক সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধাতা” এ শ্লোগানকে কেন্দ্র করে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারী মোঃ আশরাফুল হক, দুপক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইখতিয়ার উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দুপক সদস্যগণ উপস্থিত ছিলেন।