ছাতক দোয়ারায় (৫) আসনে এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন, মোহাম্মদ জাহাঙ্গীর (আলম)
সুমন আহমদ, সিলেট প্রতিনিধিঃ
সমাজ ও জনগণের কল্যাণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী জাহাঙ্গীর আলম এক সাক্ষাৎকারে
তিনি এ-সব কথা বলেন :- আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ছাতক–দোয়ারাবাজার আমার জন্মভূমি, আমার শিকড়, আমার ভালোবাসা।ছাতক সিমেন্ট ফ্যাক্টরি স্কুলের সেই ছোট্ট শিশুটা একদিন লন্ডনে বড় হয়েছে,কিন্তু মনটা কখনোই দেশ থেকে দূরে যায়নি।২০ বছর আগে সবকিছু ছেড়ে আবার ফিরে এসেছি শুধু একটি কারণে—এই মাটির মানুষকে ভালোবাসি, আপনাদের জন্য কিছু করতে চাই।আমি কোনো জটিল মানুষ নই।
সহজ-সরল ভাবে বাঁচতে ভালোবাসি।
আমি সত্য কথা বলি, মন থেকে মানুষকে সম্মান করি হয়তো তাই আলহামদুলিল্লাহ আপনাদের হৃদয়ের একটু জায়গা আমি পেয়েছি।ধনী-গরিব নয়—মানুষই আমার কাছে বড় পরিচয়।
প্রতিটি হাতের শক্তি, প্রতিটি হৃদয়ের ভালোবাসা আমার পথচলার সাহস।আমি স্বপ্ন দেখি—দোয়ারাবাজার–ছাতকের রাস্তাঘাট ভালো হবে,
স্বাস্থ্যসেবা সহজ হবে,শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছাবে,
যুবকদের চাকরি ও প্রশিক্ষণ মিলবে,
একদিন এই অঞ্চলই উন্নয়নের উদাহরণ হবে।এই স্বপ্ন একা আমার নয়—
এটা আমাদের সবার স্বপ্ন।আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসাই আমার শক্তি।আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ
আমি আপনাদের পাশে থেকে আপনাদের জন্যই কাজ করে যাব।আপনাদের বিশ্বাস—
আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
