চীন–টোঙ্গা সম্পর্কের ২৫ বছরে স্বাস্থ্য সহযোগিতা উজ্জ্বল দৃষ্টান্ত
আহমদ রেজা,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
চীন ও টোঙ্গার মধ্যে ১৯৯৮ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত আড়াই দশকে দুই দেশের সহযোগিতার সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষেত্র হয়ে উঠেছে স্বাস্থ্যসেবা। দ্বীপ রাষ্ট্রটির জনগণের চিকিৎসা সেবায় ঘাটতি দূর করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে চীনা মেডিক্যাল টিম।
দীর্ঘদিন ধরে টোঙ্গার বিভিন্ন প্রধান ক্লিনিকে অবস্থান করছে চীনা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তারা শুধু সেবা প্রদানই নয়, উন্নত চিকিৎসা প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং দূরবর্তী প্যাথলজি পরামর্শ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার মাধ্যমে দেশটির স্বাস্থ্য খাতকে আধুনিকায়নে সহায়তা করে আসছে।
চীনের নৌ-হাসপাতাল জাহাজ পিস আর্ক এবং সিল্ক রোড আর্ক ২০১৪, ২০১৮, ২০২৩ এবং চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোট চারবার টোঙ্গা সফর করেছে। প্রতিবারই জাহাজগুলো হাজারো মানুষকে বিনামূল্যে মানবিক চিকিৎসা সেবা প্রদান করে ব্যাপক সাড়া সৃষ্টি করেছে।
এ ছাড়া টোঙ্গার স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে নিয়মিত ওষুধ, চিকিৎসা ভোগ্যপণ্য ও বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম দান করে আসছে চীন। এসব উদ্যোগ দেশটির স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব ও আস্থার সম্পর্ককে আরও গভীর করেছে।
