কেন্দুয়া উপজেলার অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান ৪ লক্ষ টাকা অর্থদণ্ড
স্টাফ রিপোর্টার: লুৎফুর রহমান হৃদয় নেত্রকোনা জেলা।
নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলায় ৪টি ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক মাহবুবুল ইসলাম “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত ২০১৯)” এর ৫ ধারা লঙ্ঘনের অপরাধে প্রসিকিউশন দাখিল করলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নের মেসার্স টি আইবি ব্রিকস, এ এন ব্রিকস, এএসটি ব্রিকস এবং মেসার্স সানি ব্রিকসে এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন তিনি ।
পরে অভিযোগ গঠন ও দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উল্লেখিত আইনের ১৫(১) ধারা অনুসারে ৪টি পৃথক মামলায় মোট ৪ লক্ষ টাকা (চার লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় ইট ভাটাগুলোকে ও আরোপিত অর্থদণ্ড আদায়পূর্বক যথাযথভাবে জমাপ্রদান করা হয় ।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ কেন্দুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
