বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মোরেলগঞ্জে দোয়া মাহফিল

IMG-20251209-WA0010

মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ
(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একজন সাহসী নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ জামে মসজিদে মাগরিবের নামাজ বাদ এই দোয়া মাহফিলে এলাকাবাসী, ছাত্রনেতা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শুধু একজন রাজনৈতিক নেত্রী নয়, জাতীয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম জিয়া বহু বছর ধরে প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। এ কারণেই তাঁর সুস্বাস্থ্য কামনা আজ দেশের মানুষের আকাঙ্ক্ষার অংশ হয়ে উঠেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

সাবেক পৌর সভাপতি আব্দুল মজিদ জব্বার,,সাবেক ছাত্রনেতা মাসুম হোসেন কচি, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আলী আজিম,
পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম অনি,
এস এম কলেজ ছাত্রদলের সভাপতি শাহনেওয়া শুভ, সহ-সভাপতি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আরাফাত খান, ছাত্রনেতা সাইমুন, রাসেল এছাড়াও বিএনপি ও ছাত্রদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,
দেশনেত্রী বেগম জিয়া শুধু একটি দলের নেতা নন; তিনি দেশের গণতন্ত্রের কণ্ঠস্বর। তাঁর রোগমুক্তি মানেই জাতীয় রাজনীতিতে ভারসাম্য ফিরে আসার আশা।”

এসময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন উদ্যমে জাতীয় রাজনীতিতে সক্রিয় প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
দেশে-বিদেশে নেত্রীর আরোগ্য প্রত্যাশা ও দোয়া করছে।

ছাত্রনেতারা আরও বলেন দেশবাসী আজ তাঁর সুস্থতার জন্য অপেক্ষা করছে। তাঁর সুস্থতা দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ মানুষও জানান,
দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের ভোটাধিকারের লড়াই ও গণতন্ত্রের পুনর্জাগরণে তাঁর ফিরে আসা অত্যন্ত জরুরি।”

মোরেলগঞ্জ ছাত্রদলের এই শান্তিপূর্ণ আয়োজনে স্পষ্ট হয়েছে—
বেগম জিয়া আজ শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতন্ত্রের প্রতীক।
তাঁর রোগমুক্তি প্রার্থনা আজ মানুষের হৃদয়ের ভাষা।