বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা উম্মে কুসুমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

IMG-20251209-WA0014

মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধঃ

দীর্ঘদিনের পরিচিত নারী মুক্তিযোদ্ধা, সাহসী সংগঠক এবং সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা উম্মে কুসুম (৭২) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গত রবিবার রাতে নিজ বাড়িতে থেকে খুলনা নেয়ার পথিমধ্যে ইন্তেকাল করলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় গোপন বার্তা আদান-প্রদান, মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাবার সরবরাহসহ নারী নেতৃত্বে সে সময় অসামান্য ভূমিকা রাখেন উম্মে কুসুম। মুক্তিযোদ্ধাদের প্রতি তার অদম্য সাহসিকতা ও দেশপ্রেম তাকে এলাকায় ‘মুক্তিযোদ্ধা মাতা’ নামের বিশেষ মর্যাদা এনে দেয়।

দাফন কার্যক্রমে রাষ্ট্রীয় সালাম প্রদান ও গার্ড অব অনার দেন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিশ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিল।

গার্ড অফ অনার শেষে রাষ্ট্রের পক্ষ থেকে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, উম্মে কুসুম ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক, আদর্শবান ও সংগ্রামী নারী, যাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। তার স্মৃতি সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী।

পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।