২৯তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত।
মাইনুল ইসলাম ইমন,রিপোর্টারঃ
গাজীপুরে আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২৯তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক। ৭ ডিসেম্বর ২০২৫ ইং, রোজ রবিবার বাদ মাগরিব চিশতিয়া নিজামিয়া তরিকার মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত খাজা মুঈনুদ্দিন চিশতী (রহ.) এর মোতাবেক অনুসারী লংকর শাহ দরবেশ (রহ.), আলেপ চান দরবেশ (রহ.), দেওয়ান মালেক চান (রহ.) ও দেওয়ান আজমত চান (রহ.) এর স্মরণে এ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
এবারের ওরশ মোবারকে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আল মাইজভান্ডারী পরিবারভুক্ত জনাব মোঃ শুকুর আলী, উত্তরা, ঢাকা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য জনাব মোঃ মহাসিন পাঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাজীপুর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম আজিজ।
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মোঃ মোক্তার হোসেন।
সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ-সভাপতি জনাব মোঃ লিটন মোল্লা এবং রেওলা ভূমি অফিস, গাজীপুর। জনাব মোঃ নয়ন মোল্লা
সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবিরাজ আলাল উদ্দিন আল মাইজভান্ডারী। পৃষ্ঠপোষকতা করেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, গাজীপুর মহানগর ছাত্রদল জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
ওরশ মোবারকে দোয়াখায়ের নেতৃত্ব দেন আলহাজ্ব দেওয়ান মোঃ আবেদ চান মোল্লা, যিনি এ তরিকার অন্যতম অনুসারী ও খাদেম ফিরে কামেল হিসেবে সুপরিচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিল্পী, ভক্ত ও আশেকানগণ। তাদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ধর্মীয় আবহ, মিলাদ, জিকির আসকার ও আধ্যাত্মিক পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
