লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
✍️ জেলা প্রতিনিধি, লালমনিরহাট — আরমান হোসেন রাজু
🗓️ ০৭ ডিসেম্বর ২০২৫
লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিল শেডে আজ শনিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।
সভা পরিচালনা করেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন—
জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল
জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল
জনাব ডা. মোঃ কামরুল হাসান প্রিন্স, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল
সকল থানার অফিসার ইনচার্জ
লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তা ও পুলিশ সদস্যরা
সভায় জেলার পুলিশ ফোর্সের কল্যাণ, সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। পুলিশ সুপার মহোদয় উপস্থিত প্রত্যেক সদস্যের দাবি ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এ ছাড়া নভেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স হিসেবে নির্বাচিত সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
সভা শেষে পুলিশ সদস্যদের মনোবল আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
