রংপুরের তারাগঞ্জে ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা
✍️ বিশেষ প্রতিনিধি
আরমান হোসেন রাজু
রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ রহিমাপুর চাকলা গ্রামে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন—
বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্মণ (৮০)
তার স্ত্রী সুবর্ণা রানী (৬৫)
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুখ আহমেদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের হত্যা করে।
তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, সকালে বাড়ি থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা দেয়াল টপকে ঘরে প্রবেশ করেন এবং দুজনের মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ পৌঁছে অনুসন্ধান শুরু করে।
নিহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
