ঝিনাইদহে চাকরির জোয়ার ৫ শতাধিক পদে নিয়োগ নিয়ে হাজির ১০ কোম্পানি

IMG-20251208-WA0022

মোঃ আবু সাইদ শওকত আলী,
       খুলনা বিভাগীয় প্রধানঃ

চাকরি নেই, কাজ নেই—এই সব হতাশা যেন এক লহমায় উড়ে গেল ঝিনাইদহের আকাশ থেকে! বেকারত্বের অন্ধকার দূর করে শনিবার (৭ ডিসেম্বর ২০২৫) ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক চাকরি মেলা!
সকাল থেকেই ঝিনাইদহের আনাচে-কানাচে থেকে আসা শত শত চাকরিপ্রত্যাশীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে টিটিসি ক্যাম্পাস। যেন চাকরি না নিয়ে কেউ ফিরবে না—এমনই ছিল সবার চোখে-মুখে দৃঢ় প্রত্যয়!

জমকালো এই দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। তার বক্তব্যে উঠে আসে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব।
উদ্বোধনী মঞ্চে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রুস্তম আলি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম, বিসিক ঝিনাইদহের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান,  ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল সহ দেশের আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের উপস্থিতিতে মেলার গুরুত্ব আরও বহুগুণ বেড়ে যায়।

এবার মেলায় মোট ১২টি স্টলে দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। তারা শুধু অংশগ্রহণই করেনি, নিয়ে এসেছিল প্রায় ৫ শতাধিক চাকরির অবিশ্বাস্য সুযোগ! এই বিপুল সংখ্যক নিয়োগের খবর যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাকরিপ্রত্যাশীদের মধ্যে।স্টলগুলোতে চাকরিপ্রত্যাশীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ নিজের সিভি জমা দিচ্ছেন, কেউ বা স্পট ইন্টারভিউ দিচ্ছেন—পুরো ক্যাম্পাসজুড়ে ছিল এক উৎসবে মুখর পরিবেশ!

মেলা আয়োজকরা জানান, স্থানীয় তরুণ-তরুণীদের দক্ষতা অনুযায়ী উপযুক্ত কাজের সুযোগ করে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, এই সফলতার পর ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই চাকরি মেলার আয়োজন করা হবে!এই চাকরি মেলা শুধু কিছু মানুষের চাকরি পাওয়ার সুযোগ তৈরি করল না, বরং ঝিনাইদহের তরুণ সমাজের মধ্যে আশা ও উদ্দীপনার এক নতুন বার্তা পৌঁছে দিল।