অতিরিক্ত দামে সার বিক্রি-জরিমানায় পড়লেন শাজাহানপুরের সার বিক্রেতা

Screenshot_2025-12-09-01-06-56-130_com.android.incallui-edit

মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া শাজাহানপুর উপজেলায় সার বাজারে অস্বচ্ছতা ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে স্থানীয় সার ব্যবসায়ী আব্দুল হালিম মণ্ডলের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর| উপজেলার আরিয়া ইউনিয়নের নয় মাইল বাজারে অবস্থিত মেসার্স প্যারেন্টস ট্রডার্স নামক বিএডিসির অনুমোদিত সার ডিলারকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে|
অভিযোগ ছিল- বৰ্তমান আলুর মৌসুমকে সুযোগ হিসেবে নিয়ে তিনি টিএসপি, ডিওপিসহ নানা ধরনের সার নিয়মিত বাজারদরের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছিলেন| ১৩৫০ টাকার সার তিনি ১৯০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন—এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় বিকেল ৫টায় তার দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়|
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার, ভূমি, শাজাহানপুর, জান্নাতুল ফেরদৌস ঊর্মি|
এ ছাড়া স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে তিনি অতিরিক্ত মুনাফা, বাজার সিন্ডিকেট এবং নানা অনিয়মে জড়িত ছিলেন বলে জানা গেছে| ভোক্তা অধিদপ্তরের এই পদক্ষেপে সাধারণ কৃষকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে|