গাছা থানায় আবেগময় বিদায় : বদলির আদেশে সদর থানায় যোগ দিলেন ওসি আমিনুল ইসলাম।
রিপোর্টারঃ মাইনুল ইসলাম ইমন
গাজীপুরের গাছা থানায় সৃষ্টি হয়েছে বিরল এক আবেগঘন পরিবেশ। বদলি জনিত কারণে দীর্ঘদিনের প্রিয় মুখ, মানবিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম ৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, সকাল ১১টায় গাছা থানা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে সদর থানায় যোগদান করেন। তার বিদায়কে কেন্দ্র করে থানার ভেতর বাইরে সহকর্মী এবং সাধারণ মানুষের মাঝে নেমে আসে গভীর বেদনা, আবেগ ও স্মৃতির উচ্ছ্বাস।
বিদায়ের মুহূর্তে ওসি আমিনুল ইসলাম সহকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে বলেন
প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। বদলি জনিত কারণে চলে যাচ্ছি। আপনাদের সকলের জন্য রইল অন্তরের শুভকামনা। আমার জন্য দোয়া করবেন।
তার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেও ফুটে ওঠে প্রিয় কর্মস্থল, সহকর্মী এবং এলাকার মানুষের প্রতি তার গভীর ভালোবাসা।
গাছা থানায় দায়িত্ব পালনকালে ওসি আমিনুল ইসলাম তার আচার-আচরণ, বিনয়, মানবিকতা এবং কাজের প্রতি সততা ও নিষ্ঠার জন্য সবার হৃদয়ে বিশেষ স্থান দখল করেছিলেন। সাধারণ মানুষের সমস্যায় দ্রুত সাড়া দেওয়া, অভিযোগকারীদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আন্তরিক প্রচেষ্টায় তিনি গাছা থানাকে করেছেন জনবান্ধব।
স্থানীয়দের ভাষ্য
অনেক ওসি আসে, আবার যায়ও। কিন্তু ওসি আমিনুলের মতো একজন ভালো মানুষ, একজন সৎ ও মানবিক অফিসার আমাদের গাছা থানায় আর পাওয়া যাবে কি না সন্দেহ!
তার বিদায় উপলক্ষে থানার পরিবেশ ছিল যেন গভীর আবেগে মোড়া। সহকর্মীদের চোখে পানি, সাধারণ মানুষের মুখে হতাশা সব মিলিয়ে সেদিন গাছা থানায় এক অনন্য বিদায়ের দৃশ্য তৈরি হয়। অনেকেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কারণ তিনি শুধু একজন কর্মকর্তা নন মানুষের হৃদয়ের বন্ধনে বাঁধা একজন আপন মানুষ ছিলেন।
জনসাধারণের অভিমত—ওসি আমিনুল ইসলাম ছিলেন এক ভিন্ন ধাঁচের পুলিশ কর্মকর্তা। তার মন-মানসিকতা, সততা, দায়িত্ববোধ, নিষ্ঠা ও কোমল হৃদয়ের সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন সত্যিকারের একজন আদর্শ অফিসার। এমন মানুষের বিদায় সবাইকে ব্যথিত করেছে।
এ বিদায় শেষ বিদায় নয় এটা কেবলই বদলি জনিত বিদায়। তবুও মানুষকে কাঁদিয়ে গেলেন তিনি, রেখে গেলেন অসংখ্য স্মৃতি, ভালোবাসা আর শ্রদ্ধা।
গাছা থানার মানুষ ও সহকর্মীদের একটাই প্রার্থনা
তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তার সততা, নিষ্ঠা ও মানবিকতার আলো ছড়াক।
সদর থানায় যোগদান করেও তিনি যেন জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন এমনটাই প্রত্যাশা সকলের।
