খুলনা মহানগরের আট থানার ওসিদের ব্যাপক রদবদল
বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম,খুলনা
খুলনা, ৬ ডিসেম্বর ২০২৫ — খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অধীন আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্যে ব্যাপক রদবদল করা হয়েছে। শনিবার রাতে কেএমপি সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও গতিশীল করতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বদলি-পদায়ন করা হয়েছে। কেএমপি সূত্র বলছে, নগরীর অপরাধ দমন, গোয়েন্দা কার্যক্রম জোরদার, থানা পর্যায়ে সেবা মান উন্নয়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রমে গতি আনতেই নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
রদবদল হওয়া কর্মকর্তারা:
মীর আতাহার আলী, ওসি খালিশপুর → তদন্ত কর্মকর্তা, মহানগর গোয়েন্দা পুলিশ
শফিকুল ইসলাম, ওসি খুলনা সদর → ওসি দৌলতপুর
কবির হোসেন, ওসি সোনাডাঙ্গা → ওসি খুলনা সদর
মো. তৌহিদুজ্জামান, ওসি হরিণটানা → ওসি খালিশপুর
সানওয়ার হোসাইন মাসুম, ওসি লবনচরা → ওসি খানজাহান আলী
মো. রফিকুল ইসলাম, ওসি দৌলতপুর → ওসি সোনাডাঙ্গা
খায়রুল বাশার, ওসি আড়ংঘাটা → ওসি হরিণটানা
মো. তুহিনুজ্জামান, ওসি খানজাহান আলী → ওসি লবনচরা
শাহজাহান আহমেদ, মহানগর গোয়েন্দা পুলিশ → ওসি আড়ংঘাটা
কেএমপির মিডিয়া সেল জানায়, নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। নগরীতে চলমান বিভিন্ন বিশেষ অভিযান, মাদকবিরোধী তৎপরতা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে নতুন কর্মকর্তারা আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে মহানগরে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, অপরাধের ধরন পরিবর্তন, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং–সংক্রান্ত কার্যক্রম মোকাবিলায় থানাগুলোকে আরও প্রযুক্তিনির্ভর ও সমন্বিতভাবে পরিচালনার তাগিদও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
