এই মুহূর্তে প্রধান কাজ তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করা বললেন লুৎফুজ্জামান বাবর।
লুৎফুর রহমান হৃদয় স্টাফ রিপোর্টার নেত্রকোনা জেলা
নেত্রকোণা জেলার মদন উপজেলায় গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টায় ৮ ও ৯নং ওয়ার্ডে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মদন পৌরসভার দেওয়ান বাজার সংলগ্ন জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন ও সঞ্চালনায় ছিলেন পৌর সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আব্দুল হেলিম বুলু,মদন উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি,বর্তমান মদন পৌর বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান হাসান মানিক,ও পৌর আইন বিষয়ক সম্পাদক এপিপি,এডভোকেট আবু সাদেক,পৌর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হুসেন খান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (আঙ্গুর) সহ পৌর বিএনপি নেতৃবৃন্দু এবং পৌরসভার ৮ও ৯নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় দোয়া ও মাহফিলে লুৎফুজ্জামান বাবর বলেন, এই মুহূর্তে প্রধান কাজ তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করা। আপনারা আমার জন্য রোজা রেখেছেন, মানত করেছেন। হয়তো এ কারণে আমি আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। উনার জন্য আমি আপনাদের কাছে রোগমুক্তি কামনায় দোয়া চাই। এছাড়াও আমার নেতা তারেক রহমানের জন্যও দোয়া চাই।
