কেন্দুয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণার জেলার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া আটপাড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া,সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু,যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদস্য মজনুর রহমান খন্দকার,পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অবস্থিত ছিলেন।
