গাজীপুরে ৩১ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রিপোর্টার মাইনুল ইসলাম ইমন
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের ভারারুল জামতলা এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত নেতাদের ভাষ্য অনুযায়ী তাঁকে গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী হিসেবেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
২০২৫ সালের ২ ডিসেম্বর, মঙ্গলবার রাত ৮টায় দোয়া মাহফিলটি আয়োজন করেন সাবেক কাউন্সিলর পদপ্রার্থী এবং ৩১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম হানিফ। স্থানীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি মোঃ মেহেদী হাসান এলিজ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সংগ্রামের একটি বড় নাম। তাঁর দ্রুত আরোগ্য কামনা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কাজী আজিমউদ্দিন কলেজের সাবেক জি.এস মোঃ নাসিমুল ইসলাম মনির। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু আমাদের দলের নয়, বরং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ডের অন্যতম ছাত্রনেতা ও যুবদলের সভাপতি প্রার্থী মোঃ আসাদ, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং স্থানীয় মুসল্লিরা। তাদের উপস্থিতিতে দোয়া মাহফিলটি এক হৃদ্যতাপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের তেলাওয়াত করেন স্থানীয় এক হাফেজ। এরপর কুরআন খতম ও বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, দেশের স্থিতিশীলতা, শান্তি, জনগণের কল্যাণ ও জাতীয় সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজক মাহবুব আলম হানিফ বলেন, দেশনেত্রীর সুস্থতা আমাদের সবার প্রত্যাশা। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন শক্তি এনে দেবে। আমরা তার সুস্থতা কামনায় এ ধরনের দোয়া মাহফিল আগামীতেও করবো।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতা-কর্মীরাও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে অনুরূপ দোয়া মাহফিলের আহ্বান জানান।
