মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় তিনজন আটকমোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড।
মোঃ রাসেল আহমেদ
মদন, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। গত ০২ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে জেলা কার্যালয়, নেত্রকোনার একটি বিশেষ টিম মোহনগঞ্জ থানাধীন মৎস্য ভবনের পিছনের গোপন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক তিনজন হলেন—
১) মোঃ আবুল বাশার (৫০), পিতা: মৃত আব্দুল হেকিম, সাং: দেওথান, থানা: মোহনগঞ্জ, জেলা: নেত্রকোনা।
২) মোঃ কাঞ্চন (২৫), পিতা: মোঃ রতন মিয়া, সাং: টেংগাপাড়া, থানা: মোহনগঞ্জ, জেলা: নেত্রকোনা।
৩) মোঃ আল আমিন (২৬), পিতা: মৃত নূর হোসেন, সাং: টেংগাপাড়া, থানা: মোহনগঞ্জ, জেলা: নেত্রকোনা।
অভিযানের সময় তাদের মাদকদ্রব্য সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে অধিদপ্তর নিশ্চিত করেছে।
ঘটনার খবর পেয়ে সাথে সাথে অভিযানস্থলে উপস্থিত হন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহনগঞ্জ, জনাব এম এ কাদের। তিনি ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং তিনজনকে দোষী সাব্যস্ত করে সাজা অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত সকলকে আনুষ্ঠানিকভাবে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মোহনগঞ্জ-সহ পুরো জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। তারা বলেন—
“মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। নিয়মিত অভিযান চলবে।”
স্থানীয় সাধারণ মানুষ জানান যে, এলাকায় কিছু সময় ধরে গোপনে মাদক সেবন ও লেনদেন বাড়ছিল। এ ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে সংশ্লিষ্ট প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
অনেকে মনে করেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে তরুণ সমাজ এই মারাত্মক ক্ষতিকর প্রবণতা থেকে দূরে থাকবে।
