মোড়েলগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি
মোঃ ফিরোজ আহমেদ, মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগোপযোগী নিয়োগবিধি–২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠপর্যায়ের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) কর্তৃক আয়োজিত এই কর্মসূচিতে অফিস প্রাঙ্গণ স্লোগানে মুখরিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন তাপস, জুয়েল, সাজনি ও নাজমা আক্তারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ২৬ বছর ধরে তারা বৈষম্যের শিকার হয়ে পদোন্নতি, গ্রেড উন্নয়ন, শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি এবং অন্যান্য চাকরিগত সুবিধা থেকে বঞ্চিত। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক ও ইপিআই কার্যক্রমে মাঠকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের দাবি আজও বাস্তবায়ন হয়নি।
তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়নের অগ্রগতি না হলে ডিসেম্বরের পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ বর্জনের ঘোষণা দেন। একইসঙ্গে বদলিকৃত দুই সহকর্মী—নাসির ও আরাফাত—কে দ্রুত কর্মস্থলে ফেরত না দিলে এবং আন্দোলনরত কারও বিরুদ্ধে শোকজ বা বদলিসহ হয়রানিমূলক ব্যবস্থা নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
