ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ
মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদ তাদের বিভিন্ন দাবির পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলার হাজারো শিক্ষক এই স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মোঃ আবু দাউদ, মোঃ ইবনে মাউদ বিন মমতাজ, মোঃ মিকাইল হোসেন, মোঃ সাইদুজ্জামান সাইদ, মোঃ কামরুজ্জামান মিশন, এমএ ওয়াদুদ, আল-আমীন হোসাইন, মোঃ আব্দুস সালাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ আঃ হান্নান, মল্লিকা কুন্ডু, জেসমিন নাহার, আসমা খাতুন, মোহাম্মদ আলী ও আসিফ আলী খারনী রাশেদ।
স্মারকলিপি প্রদান শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর থেকে আবু মাসুদ, জিল্লুর রহমান, আলম আল পারভেজ, সাজিয়া খাতুন, সাইদুর রহমান টুটুল; কালীগঞ্জের মোস্তাফিজুর রহমান ফেটু ও আবু তাহের টিটো, কোটচাঁদপুরের কামরুজ্জামান, শৈলকুপার রাজীব আল মাহমুদ এবং মহেশপুরের রাশেদ রহমান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষকনেতারা বলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১০ নভেম্বর ২০২৫ তারিখের প্রেস বিজ্ঞপ্তি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আপাতত ১১তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দাবি করেন।
