কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত।
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে টিএমএসএস পিপিইপিপি–ইইউ প্রকল্প কর্তৃক আয়োজিত কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন—সম্মানিত প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডা.মো.সাজ্জাদুর রহমান (এমবিবিএস) বিসিএস স্বাস্থ্য,বিশেষ অতিথি মেডিকেল অফিসার,ডা.অভিজিৎ রুদ্র (এমবিবিএস)
কাঁঠালবাড়ী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের জমিদাতা,কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের সভাপতি ও কার্যকরী সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন—
রিজিওন প্রধান মোঃ আব্দুল গফুর খান,
কনসালটেন্ট (সোশ্যাল অ্যাফেয়ার্স) মোঃ ইসমাইল হোসেন (বাদল),টেকনিক্যাল অফিসার–সিএম, উম্মে কুলসুম রোজি টেকনিক্যাল অফিসার–মোঃ ওমর ফারুক (নিউট্রিশন) মোঃ এরশাদুল হক সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি),মোঃ আশিকুর রহমান সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মোঃ শহিদুল ইসলাম সহকারী কারিগরি কর্মকর্তা (লাইভলিহুড) এবং সিএনএইচপিবৃন্দ।
কমিউনিটি ক্লিনিককে আরও সক্রিয় ও জনগণের কাছে সহজলভ্য করতে সিজি সদস্যদের দায়িত্ব, কাঠামো, সেবা তদারকি এবং সম্প্রদায়ের সঙ্গে ক্লিনিক ব্যবস্থাপনার সেতুবন্ধন তৈরির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে সিজি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বক্তারা।
ওরিয়েন্টেশনে সিজি সদস্যরা কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, টিকাদান কর্মসূচি, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি স্বাস্থ্যতথ্য প্রচারে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
