একযোগে পাঁচ থানার ওসি বদলি, লালমনিরহাটে পুলিশ ব্যবস্থায় বড় রদবদল
প্রদীপ কুমার রায় ক্রাইম রিপোর্টার লালমনিরহাট
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে একযোগে পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করেছে জেলা পুলিশ প্রশাসন। সোমবার প্রকাশিত আদেশে লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম থানার ওসিদের বদলির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—লালমনিরহাট সদর থানায় আব্দুল মতিন, আদিতমারী থানায় নাজমুল হক, কালীগঞ্জ থানায় আবু সিদ্দিক, হাতীবান্ধা থানায় শাহীন মোহাম্মদ আমানুল্লাহ এবং পাটগ্রাম থানায় নাজমুল হক। খুব শিগগিরই তাঁরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয়দের মতামত অনুযায়ী, একযোগে পাঁচ থানার ওসি বদলি জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন গতির সঞ্চার করবে। জনসেবায় স্বচ্ছতা ও গতি বাড়বে, পুলিশের সাথে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ হবে এবং সামগ্রিকভাবে অপরাধ দমন ও নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পরিবর্তনের এই ধাপকে অনেকে লালমনিরহাট জেলা পুলিশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন, যেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নতুন ওসিদের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
