ময়মনসিংহ রেঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ওসিদের ব্যাপক পরিবর্তন

IMG-20251202-WA0023

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

ময়মনসিংহ রেঞ্জের চার জেলা—ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের মোট ৩৬টি থানায় একযোগে নতুন অফিসার ইনচার্জদের (ওসি) পদায়ন করা হয়েছে।
রেঞ্জ ডিআইজির স্বাক্ষরিত সাম্প্রতিক এক নির্দেশনায় এই রদবদল কার্যকর করা হয়। প্রশাসনিক কার্যক্রম জোরদার ও মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ময়মনসিংহ জেলাঃ-

ময়মনসিংহ কোতোয়ালী থানাঃ- মোঃ নাজমুস সাকিব, ধোবাউড়া থানাঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানাঃ মোহাম্মদ রাশেদুল হাসান, ফুলবাড়িয়া থানাঃ মোঃ সাইফুল্লাহ, গফরগাঁওঃ আবু সাহাদাৎ মোহাম্মদ আতিকুর রহমান, ভালুকা মডেল থানাঃ মোহাম্মদ জাহিদুল ইসলাম, গৌরিপুর থানাঃ মোঃ কামরুল হাসান, হালুয়াঘাট থানাঃ মোঃ কামরুল হাসান, পাগলা থানাঃ মোঃ আমিনুল ইসলাম, তারাকান্দা থানাঃ তানবীর আহাম্মেদ, মুক্তাগাছা থানাঃ মোহাম্মদ লুৎফুর রহমান, ত্রিশাল থানাঃ মোহাম্মদ ফিরোজ হোসেন, নান্দাইল মডেল থানাঃ মোঃ আল আমীন,ঈশ্বরগঞ্জ থানাঃ রবিউল আজম।

জামালপুর জেলাঃ-

মাদারগঞ্জ থানাঃ মোঃ মেহেদী মাকসুদ, দেওয়ানগঞ্জ থানাঃ মনসুর আহাম্মদ, মেলান্দহ থানাঃ মোঃ ওবায়দুর রহমান, সরিষাবাড়ী থানাঃ মোঃ বাচ্চু মিয়া, ইসলামপুর থানাঃ মোঃ আব্দুল কাইয়ুম গাজী, বকশীগঞ্জ থানাঃ মোঃ মকবুল হোসেন, জামালপুর সদর থানাঃ মিজানুর রহমান।

নেত্রকোনা জেলাঃ-

বারহাট্টা থানাঃ মুহাম্মদ শিবিরুল ইসলাম, কেন্দুয়া থানাঃ রিপন চন্দ্র গোপ, মোহনগঞ্জ থানাঃ মোঃ হাফিজুল ইসলাম হারুন, কলমাকান্দা থানাঃ মোঃ সিদ্দিক হোসেন, পূর্বধলা থানাঃ মোঃ দিদারুল ইসলাম, খালিয়াজুড়ি থানাঃ মোঃ নসির উদ্দিন, নেত্রকোনা মডেল থানাঃ মোঃ আল মামুন সরকার, মদন থানাঃ মুহাম্মদ ফেরদৌস আলম, আটপাড়া থানাঃ মোঃ জুবায়দুল আলম, দূর্গাপুর থানাঃ মোঃ সোহেল রানা।

শেরপুর জেলাঃ-

শেরপুর সদর থানাঃ মোঃ হাসনাত জামান, ঝিনাইগাতি থানাঃ নাজমুল হাসান, নকলা থানাঃ খন্দকার শাকের আহমেদ, শ্রীবরদী থানাঃ মোহাম্মদ নুরুল আলম, নালিতাবাড়ী থানাঃ মোহাম্মদ আশরাফুজ্জামান।
রেঞ্জের একজন কর্মকর্তা জানান- চলমান উন্নয়ন কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী–সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে অভিজ্ঞ অফিসারদের মাঠপর্যায়ে সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।