ভিটে-মাটি থেকে উচ্ছেদের চক্রান্ত, নিরাপত্তা চান মুক্তিযোদ্ধা ইউসুফ আল

IMG_20251202_163601

     ফনিভুষন রায়,
   ঝিনাইদহ প্রতিনিধিঃ 

ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে ভিটে-মাটি থেকে উচ্ছেদ করতে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তার বসত বাড়িতে দিনে রাতে উৎপাত করা হচ্ছে, কেটে ফেলা হয়েছে বাড়ির পাশে লাগানো মেহগনি, নিম, জাম এবং সুপারী গাছসহ সবজি ক্ষেত। কেটে ফেলা সেইসব গাছ হাতে নিয়ে কান্না জড়িত কন্ঠে তিনি তার জীবনের নিরাপত্তাসহ বিচার চান প্রশাসনের কাছে। ইউসুফ আলী ঝিনাইদহ শহরের আরাপপুর সোনালী পাড়া এলাকার বাসিন্দা।
ইউসুফ আলী জানান, আমি একজন বীর মুক্তিযোদ্ধা আর আমার পরিবারের উপর ধারাবাহিকভাবে অত্যাচার, নির্যাতন করা হচ্ছে। এমনকি মেরে ফেলার হুমকীও দেয়া হচ্ছে।
কারা এই হামলা নির্যাতন করছে এমন প্রশ্নে তিনি জানান, কারোর নাম বলা সম্ভব নয় এতে বিপদ আরো বেড়ে যেতে পারে। তবে তার বাড়ির পাশের একটি ভিটে জমিতে লাগানো ফসল কেটে দেয়ার সময় চাঁনপাড়া এলাকার ওহেদ আলী এবং তার পুত্র মাদকাসক্ত সুজনকে হাতে নাতে ধরে ফেলেন প্রতিবেশি পুলিশ সদস্য ওলিয়ার মোল্লার স্ত্রী মনোয়ারা বেগম এবং তার মেয়ে রিনা পারভিন। সে সময় সন্ত্রাসী সুজন, ওয়াহেদ আলী এবং সাজেদা খাতুন সেজি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনোয়ারা বেগমের বাড়িতে হামলা চালায়।
এ ঘটনায় তার মেয়ে রিনা পারভিন ঝিনাইদহ আদালতে একটি মামলা করেন। যার মামলা নং সি আর ২১/২০২৫। বিচারাধীন সেই মামলায় ইউসুফ আলীকে স্বাক্ষী করা হয়।
এবিষয়ে চাঁনপাড়ার হারুন নামের একজন জানান, তাদের এই বিরোধ দীর্ঘ দিনের। স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করেও কোন লাভ হয়নি। তবে ইউসুফ আলী ক্ষতিগ্রস্ত এটা ঠিক। তিনি আরও জানান, আদালতে যেহেতু মামলা চলমান আছে তাই আদালতে সমাধান আসতে পারে।
এবিষয়ে অভিযুক্ত সুজনের মা সেজি জানান, তারা নির্দোষ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসনো হচ্ছে। ইউসুফ আলীর গাছ কাটার বিষয়টিও সাজানো। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান।
এবিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শুনেছি তবে যেহেতু ঝিনাইদহ আদালতে একটি মামলা চলমান আছে তাই আমরা এখানে কিছুই করতে পারি না আদালতের নির্দেশ ছাড়া। তবে আদালত নির্দেশ দিলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।