ঝিনাইদহের নবাগত পুলিশ সুপারকে বরণ

IMG-20251201-WA0020

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ

ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মোঃ মাহফুজ আফজাল নবাগত পুলিশ সুপার ঝিনাইদহ এর যোগদান উপলক্ষে বরণ, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার বিকালে অনুষ্ঠানের শুরুতে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মো: সায়েম ইউসুফ, সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল মোঃ আখতারুজ্জামান, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-১, ওসি ডিবি সহ জেলা ও ছয় থানা পর্যায়ের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলার সফল অফিসার ও ফোর্সদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে শোনেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।