ঝিনাইদহের নবাগত পুলিশ সুপারকে বরণ
মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মোঃ মাহফুজ আফজাল নবাগত পুলিশ সুপার ঝিনাইদহ এর যোগদান উপলক্ষে বরণ, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে অনুষ্ঠানের শুরুতে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মো: সায়েম ইউসুফ, সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল মোঃ আখতারুজ্জামান, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-১, ওসি ডিবি সহ জেলা ও ছয় থানা পর্যায়ের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলার সফল অফিসার ও ফোর্সদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে শোনেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
