গাজীপুর জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিষেশ প্রতিনিধিঃ
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকাল ১৫:৩০ ঘটিকায় জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর মহোদয়ের সভাপতিত্বে গাজীপুর জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন সাংবাদিকগণের সাথে সমসাময়িক বিষয়াদি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ তাদের মতামত, পরামর্শ ও সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় গাজীপুর জেলার আইন শৃঙ্খলা নিয়ে তাঁর উপলব্ধি এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে প্রধান লক্ষ্য স্থির করেন। এজন্য সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), গাজীপুরসহ গাজীপুর জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
