“নাইট কিছু টুর্নামেন্ট ২০২৫: চৌপতি যুবসমাজের আয়োজনে আনন্দঘন সন্ধ্যা”

IMG-20251129-WA0005


প্রদীপ কুমার রায়, ক্রাইম রিপোর্টার লালমনিরহাটঃ

লালমনিরহাটে চৌপতি যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। রাতের আলোর ঝলকে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে, যা এলাকাজুড়ে খেলাধুলার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান নূর। তিনি বলেন,
“তরুণদের মাদকমুক্ত রাখতে ও সুস্বাস্থ্য গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
টুর্নামেন্টের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল ফাইনাল, যেখানে মুখোমুখি হয় বাগদির বাজার ক্রিকেট একাদশ ও সারপুকুর স্পোর্টিং ক্লাব। দুই দলের দারুণ লড়াইয়ে শেষ পর্যন্ত সারপুকুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাগদির বাজার ক্রিকেট একাদশ। তাদের ব্যাটিং-বোলিংয়ের সমন্বিত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। রানার্সআপ দলসহ সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও ম্যান অব দ্য ম্যাচ—বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
চৌপতি যুবসমাজ জানায়, আগামী বছর আরও বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজন করা হবে।