ময়মনসিংহে কেন্দুয়া উপজেলা সমিতির কমিটি গঠিত

IMG-20251129-WA0002

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টোরঃ

ময়মনসিংহস্থ কেন্দুয়া উপজেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম আব্দুল ওয়াদুদ ভূঞা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইউসুফ আলম তালুকদার নয়ন।

২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের মুসলিম ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন- নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও ব্যাপক পরিসরে সম্প্রসারিত হবে।

নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আজাদ, কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম,সদস্য মজনু রহমান খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল, এডভোকেট গোলাপ মিয়া, গন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্যান, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, আমিনুর ইসলাম তুষার, ময়মনসিংহ রোকেয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রেশাদ খন্দকার মোমেনসহ ময়মনসিংহে বসবাসরত বিশিষ্ট সুধীজনগন।