পিবিআই এর ০৬ জনের জেলার এসপি হিসেবে বদলি এবং ০১ জনের ডিআইজি পদে পদোন্নতির সংবর্ধনা

IMG-20251128-WA0031

বিশেষ প্রতিনিধিঃ

পিবিআই থেকে ০৬ জন পুলিশ সুপার জেলায় বদলী হয়েছেন এবং ০১ জন অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। আজ ২৭ নভেম্বর ২০২৪৫ খ্রি. (বৃহস্পতিবার) বিকাল ০৪.০০ ঘটিকায় পিবিআই হেডকোয়ার্টার্সে তাদের বিদায় এবং পদোন্নতিজনিত সংবর্ধনা অনুষ্ঠান অনাড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল।পিবিআই প্রধান বিদায়ী এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে ক্রেষ্ট প্রদান পূর্বক শুভেচ্ছা জানান ।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল তাদের তাদের নতুন দায়িত্ব পালনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন । এ সময় তিনি বলেন , ” জনগণের এসপি হবেন। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবেন” । অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সু-সম্পর্ক রেখে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি জনাব মোঃ ওয়ালিদ হোসেনের জন্য শুভকামনা করেন।
অনুষ্ঠানে ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ আবুল কালাম আজাদ, ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মোঃ সুজায়েত ইসলাম, সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি জনাব মোঃ ওয়ালিদ হোসেনসহ বদলির আদেশ প্রাপ্ত পুলিশ সুপারগণ বক্তব্য প্রদান করেন।
বদলী আদেশ প্রাপ্তদের মধ্যে পিবিআই হেড কোয়ার্টার্সে কর্মরত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু ইউসুফ বিপিএম—সেবা পটুয়াখালী জেলায়, পিবিআই ঢাকা মেট্রো (দক্ষিণ)-এর পুলিশ সুপার জনাব মোঃ শাহাদাত হোসেন পিপিএম—সেবা বগুড়া জেলায়,পিবিআই রংপুর জেলার পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা সুনামগঞ্জ জেলায় , জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম-সেবা মানিকগঞ্জ জেলায়, বিশেষ পুলিশ সুপার (এসআইএন্ডও) জনাব মোঃ আবদুর রহমান বান্দরবন পার্বত্য জেলায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা বরগুনা জেলায় বদলি হয়েছেন।