ঝিনাইদহ-৪ আসনে জননেতা হামিদুল ইসলামতৃণমূলের কন্ঠে ধানের শীষের দাবি
মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহ-০৪ এর আপামর জনসাধারণ ও জাতীয়তাবাদী দলের সংগ্রামী কর্মীদের।
দীর্ঘ আঠারটি বছর
এই ১৮টি বছর যিনি স্বৈরাচারী হাসিনা রেজিমের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে বুক চিতিয়ে লড়াই করেছেন, যার কাছে কর্মীই প্রাণ। তিনিই আমাদের জননেতা হামিদুল ইসলাম হামিদ।
তিনি শুধু একজন নেতা নন, তিনি আমাদের দুর্দিনের কাণ্ডারী। বাতিলের বিরুদ্ধে প্রতিটি মিছিলে, প্রতিটি স্লোগানে তিনি দিয়েছেন নির্ভীক নেতৃত্ব। তৃণমূলের প্রতিটি নির্যাতিত কর্মীর হৃদয়ে তার স্থান।
২০১৮ সালের সেই ভুল আমরা ভুলিনি। তুমুল জনপ্রিয়তার শীর্ষে থেকেও, রাজপথের সবচেয়ে পরীক্ষিত এই নেতাকে সেদিন চক্রান্তের শিকার হতে হয়েছিল। সেদিন তার হাতে ধানের শীষ ওঠেনি কিন্তু তার জনপ্রিয়তা একবিন্দুও কমেনি।
আর নয় ভুল আর নয় আপোষ।
শুভবার্তা ২০২৬ এর নির্বাচন।
আজ আনন্দের সাথে কারীগন্জ বাসি জানাচ্ছি—জাতীয়তাবাদী দলের হাই-কমান্ড এবার তৃণমূলের সেই আবেগকে সম্মান জানিয়েছেন দীর্ঘ প্রতীক্ষার পর, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীক এবার রাজপথের লড়াকু সৈনিক জনাব হামিদুল ইসলাম হামিদ সাহেবের হাতেই উঠছে ইনশাআল্লাহ।
আমরা প্রস্তুত, প্রস্তুত রাজপথে নেতার পাশে থেকে বিজয়ের ধ্বনি উড়াতে।
হামিদ ভাই, এগিয়ে চলুন আপনার সাথে আছে ঝিনাইদহ-৪ এর লক্ষ জনতা, ইনশাআল্লাহ আগামীতে বিজয় আমাদের, বিজয় ধানের শীষের, বিজয় ঝিনাইদহ -৪ এর জনগণের।
