খুলনার খালিশপুরে ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত

IMG-20251128-WA0012

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম, খুলনা

খুলনার খালিশপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর খালিশপুরের নিউ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতদের মধ্যে ঈশান ও রাজ রয়েছেন। স্থানীয়রা জানান, হামলার পর রক্তাক্ত অবস্থায় দুজনকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঈশানের অবস্থা আশঙ্কাজনক হলে কিছুক্ষণ আগে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, পূর্ববিরোধের জেরে এ হামলা হতে পারে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার পেছনের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে খালিশপুর থানা পুলিশ।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।