কেন্দুয়া-আটপাড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড.রফিকুল ইসলাম হিলালীর গাড়িবহরে আগুন
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনা৩ কেন্দুয়া-আটপাড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড.রফিকুল ইসলাম হিলালীর গাড়িবহরে আগুন ধরে হিলালী’র ভাই সহ চারজন দগ্ধ হয়েছেন।
২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা–০৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে ধানের শীষের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর গাড়িবহরে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায়।
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় যোগ দিতে যাওয়ার পথে ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদীর শেখেরচর বাবুরহাট এলাকায় বিএনপি নেতাদের বহনকারী একটি প্রাইভেটকারে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।
দগ্ধ চারজন হলেন—ফরহাদ আহমেদ হিলালী, ড. হিলালীর সহোদর বড়ভাই, কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুল ইসলাম ও বিএনপি কর্মী লোকমান,ড্রাইভার সেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রফিক।
মুঠোফোনে ড. হিলালীর ভাতিজা জুবায়ের ইমন জানান, আহতদের সবাইকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নেওয়া হয়। চিকিৎসকেরা দগ্ধ চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
কেন্দুয়া বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রামস্থ কেন্দুয়াবাসীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সভায় যোগ দেওয়ার উদ্দেশে নেতারা চট্টগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যেই দুর্ঘটনা ও আগুনের ঘটনা ঘটে।
দগ্ধদের দ্রুত সুস্থতার জন্য পরিবার–পরিজন ও দলের নেতারা সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
