“খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক” – নাটোরে দুলু
মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,
বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতিক বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে সংকট বিরাজমান, আগামী নির্বাচন ও পরবর্তীকালে যে সংকট আসছে এই সংকটময় মুহুর্তে বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন, বেগম খালেদা জিয়া দীর্ঘ তিনবার এদেশের প্রধানমন্ত্রী হিসেবে অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমরা মনে করি আমি নাটোরে মানুষের কাছে অনুরোধ করছি ও দেশের মানুষের কাছে আমাদের আবেদন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশে ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন, আমি আমি তার রোগ মুক্তির জন্য তার সুস্থতার জন্য তিনি যেন সুস্থ হয়ে বাড়িতে ফেরত যেতে পারেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাড়িতে ফেরত নয় উনি যেন এ দেশের এই সংকট মুহূর্তে দায়িত্ব পালন করতে পারে। এবং আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার বিকল্প এই বাংলাদেশে এখন আর কেউ নেই। এই মুহূর্তে আমাদের ওকের প্রতীক বেগম খালেদা যে বেঁচে থাকা অত্যন্ত জরুরি আমি নাটোরের মানুষের কাছে প্রার্থনা করছি তারা যেন বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করে।
তিনি আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নাটোর সদরের ৫নং বিপ্রবেলঘুড়িয়া ইউনিয়নের মির্জপুর দিয়ার পাড়া সেন্টার মোড় এলাকায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠকে এই সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, জেলা বিএনপির সদস্য ও নিবাচন পরিচালনা কমিটির আহবায়ক, শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম,শাখাওয়াত হোসেন,যুব দলের সভাপতি এ হাই তারুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, ওয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু,
ওয়াড নিবাচনী পরিচালনা কমিটির আহবায়ক, সামস মাহমুদ অভি সহ, জেলা ও উপজেলার নেতা কর্মিরা।
