খুলনায় ট্রাফিক সচেতনতা বাড়াতে সড়কে বিশেষ অভিযান পরিচালনা করল KMP ট্রাফিক বিভাগ

IMG-20251127-WA0020

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম,খুলনা

খুলনা মহানগরীতে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা রোধ এবং যানজট নিরসনে বুধবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (KMP) ট্রাফিক বিভাগ। সকাল থেকে গল্লামারি, ময়লাপোতা, ডাকবাংলা মোড়, শিববাড়ি, দৌলতপুর, ফুলবাড়িগেট, শিরোমনি, সোনাডাঙ্গা মোড়সহ ব্যস্ত এলাকাগুলোতে এ অভিযান চালানো হয়।

অভিযানে মোটরযান ও ইজিবাইক চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ, মৌখিকভাবে দিকনির্দেশনা প্রদান এবং বিভিন্ন অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়। চালকদের প্রতি নিচের নির্দেশনাগুলো কঠোরভাবে মানার আহ্বান জানায় ট্রাফিক বিভাগ—

ট্রাফিক বিভাগের নির্দেশনা–

  • ইজিবাইকের ডান পাশ থেকে যাত্রী ওঠানামা বন্ধ করতে হবে।
  • কোনো অবস্থাতেই বাম লেন দিয়ে ইজিবাইক চালানো যাবে না।
  • ইজিবাইকের ডান পাশে লোহার রড ব্যবহার বাধ্যতামূলক।
  • যেখানে-সেখানে যাত্রী তোলা বা নামানো যাবে না।
  • অতিরিক্ত যাত্রী বহন করা নিষিদ্ধ।
  • মোড়ে নিয়ম মেনে গাড়ি চালাতে হবে।
  • ডাবল লেনে গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ।
  • অযথা ওভারটেক করা যাবে না।
  • অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না।
  • স্কুল–কলেজের সামনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
  • গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার strictly নিষিদ্ধ।
  • কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বা প্রয়োজন হলে ৯৯৯-এ ফোন করার অনুরোধ।
  • যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।
  • সর্বদা ট্রাফিক আইন মেনে চলার আহ্বান।

এ ছাড়া ট্রাফিক বিভাগ জানায়, নগরীতে অহেতুক হর্ন বাজানো, উল্টো পথে যান চলাচল এবং রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী তোলা-নামানোর কারণে প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। এসব অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান চলবে এবং প্রয়োজন অনুযায়ী মামলা ও জরিমানা করা হবে।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নগরীতে সিসিটিভি মনিটরিং, সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন ও পথচারী নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।