কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

IMG-20251127-WA0022

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ

‘‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫। যা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। দিবসটি পালন উপলক্ষ্যে ২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় কোটচাঁদপুর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জিল্লুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস অফিসার দ্বীন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তরুন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমসহ উদ্যোগতা, পোল্ট্রিখামারী ও ডেইরী খামারী মালিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশীদ। বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের জায়গা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরে প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের কথা বলেন। আমিষের ঘাটতি পূরনে ডিম, দুধ ও মাংস উৎপাদন বেড়ে দেশ আজ স¦য়ংসম্পূর্ণ হয়েছে বলে তারা জানান এবং পশুর রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। ডেইরী খামারী মালিকদের পক্ষে বক্তব্য রাখেন জান্নাতুল ও পোল্ট্রি খামারীদের পক্ষে বক্তব্য দেন জামেলা খাতুন। এ সময় বিভিন্ন স্টলে দেশি প্রাণী গরু, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, বিড়াল এর প্রদর্শনী করা হয়। এছাড়াও দুধের তৈরি বিভিন্ন খাবার এবং বিভিন্ন কোম্পানির ঔষধের স্টল প্রদর্শন করা হয়। ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা।