বাউল শিল্পীর বিতর্কিত বক্তব্যে ঠাকুরগাঁওয়ে উত্তেজনা
মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক পবিত্র কুরআন ও মহান আল্লাহ্ তায়ালার শানে কটুক্তির প্রতিবাদে বাউল সাধকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁও ইমাম ওলামা পরিষদের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে পৌর শহরের আর্ট গ্যালারি এলাকা থেকে শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ইমাম ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ জামাল উদ্দিন সহ সংগঠনটির অন্যান্য নেতা বৃন্দরা। বক্তারা বলেন, দেশে বর্তমানে আউল বাউল নিয়ে টাইম পাস করা হচ্ছে। দুঃখের বিষয় হলো একটি বিশেষ দলের মহাসচিব আউল বাউলদের সাপোর্ট করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের কোটি মুসলমানের ঈমানে আঘাত কর হয়েছে। তিনি আমাদের লজ্জা দিয়েছেন। মুসলমানেরা তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে তাই এই বাংলার মাটিতে বাউলদের জায়গা হবেনা। পবিত্র কুরআন ও আল্লাহকে নিয়ে কটুক্তি করায় বাউল সাধক আবুল সরকার সহ জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা।
