মদনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল ১৭টি দোকান ক্ষতি প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা, তদন্ত কমিটি গঠন
মোঃ রাসেল আহমেদ,
মদন নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলার আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ করে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মদন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জমিয়ত আলী জানান, দুই মার্কেটে মিলে ১৭টি দোকানের অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ৩৬ লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থ সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে ব্যবসায়ীরা দ্রুততার সঙ্গে প্রায় ৩ কোটি ৬১ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে সবাই বাসায় ফিরে যান। সকালে মা অর্ণালী বস্ত্র বিতান থেকে ধোঁয়া বের হতে দেখে পাশের দোকানিরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কিন্তু মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা—বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।
সরকারি তদন্ত কমিটি গঠন
অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ / ২৬ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা হলেনঃ
১. জনাব সুকময় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট – আহ্বায়ক
২. পুলিশ সুপার প্রতিনিধি, নেত্রকোনা – সদস্য
৩. উপজেলা নির্বাহী কর্মকর্তা, মদন – সদস্য
৪. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), মদন – সদস্য
৫. জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, নেত্রকোনা – সদস্য–সচিব
কমিটিকে ০২ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের সঠিক কারণ, ক্ষতির প্রকৃতি এবং সম্ভাব্য দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
