জেলা প্রশাসন, লালমনিরহাট এর পক্ষ থেকে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীকে বিদায় সংবর্ধনা জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট

IMG-20251127-WA0056



✍️ জেলা প্রতিনিধি, লালমনিরহাট — আরমান হোসেন রাজু

লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। একই সঙ্গে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় জীবন নাহার নাসরিন জেমি, সভানেত্রী, পুনাক, লালমনিরহাট মহোদয়কেও।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জনাব এইচ এম রকিব হায়দার, জেলা প্রশাসক, লালমনিরহাট সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় ও পুনাক সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের সুস্বাস্থ্য, সফলতা ও মঙ্গল কামনা করেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনকালে পুলিশ সুপার মহোদয়ের মানবিক আচরণ, নম্রতা ও সহযোগী মনোভাব সকলকে মুগ্ধ করেছে। তার নেতৃত্বে লালমনিরহাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হয়েছে—যা জেলার মানুষের মনে ইতিবাচক ছাপ রেখে যাবে।

পুলিশ সুপার মহোদয়ও জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক অগ্রগতি ও মঙ্গল কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা পুলিশ সুপার মহোদয়কে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এবং তার কর্মদক্ষতা, নৈতিকতা ও আন্তরিকতার প্রশংসা করেন।