কেন্দুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী উদ্বোধন-২০২৫
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণি সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে —
নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে ।
২৬ নভেম্বর বুধবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এর উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা প্রকৌশলী আলামিন সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খামারি মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিম, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি, সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক রতনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিশেষ অতিথিবৃন্দ, উদ্যোক্তা ও খামারিগণ এবং গণমাধ্যম কর্মীরা ।
উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় । পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত ত্রিশটি (৩০) স্টল পরিদর্শন ও আগতদের সাথে কথা বলে শুভেচ্ছা জানান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভ্রাম্যমাণ প্রচারণা, ফ্রি মেডিকেল ক্যাম্পিং, ফ্রি ফেক্সিনেশন, স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচির আওতায় এই মেলা উপজেলাব্যাপী সাতদিন ধরে চলবে । আমরা চাই এই মেলার মাধ্যমে প্রকৃত উদ্যোক্তা তৈরি হউক ।
উল্লেখ্য আগামী ২ডিসেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জালাল মঞ্চে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপনী ঘোষণা করা হবে বলে জানা যায়।
