কেন্দুয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য সিভিল সোসাইটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহন এই স্লোগানে-
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য সিভিল সোসাইটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেল্থ ওয়াচ এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সভাপতি রইছ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
পরিচালনা করেন- জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক কোহিনূর বেগম।
সঞ্চালনায় ছিলেন- উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সাধারণ সম্পাদক বাবু রাখাল বিশ্বাস।
বক্তব্য রাখেন-উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আবুল হাসেম, উপজেলা কমান্ডার নুরুল হক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক, সমরেন্দ্র বিশ্ব শর্মা, অবসরপ্রাপ্ত শিক্ষক মহি উদ্দিন,উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি,সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সাংবাদিক শাহ আলী তৌফিক রিপন, সাংবাদিক মজিবুর রহমান, উপজেলা হেল্থ ওয়াচ সদস্য আরিফুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভার সমন্বয়ক ছিলেন- তৌহিদুল ইসলাম রাকিব, আব্দুল্লাহ নাঈম,তৃষ্ণা রানী।
এসময় উপস্থিত ছিলেন- মোঃ কাঞ্চন মিয়া, সাংবাদিক রুকন উদ্দিন,উপজেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক অলিভিয়াসহ উপজেলা স্বাবলম্বী ও হেল্থ ওয়াচ এর সদস্য ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
