গাজীপুরে কিশোরীকে বাসায় নিয়ে ধর্ষণ: হকার ইসমাইল গ্রেফতার

IMG-20251125-WA0016

মাহাবুল ইসলাম পরাগ, গাজীপুরঃ

গাজীপুর মহানগরের কুনিরা তারগাছ এলাকায় প্রতারণার মাধ্যমে এক কিশোরীকে নির্জন বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় এক হকারের বিরুদ্ধে এই গুরুতর অপরাধের অভিযোগ এনে কিশোরীর পরিবার গাছা মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সোমবার বিকেলে ঘটনার পরপরই পরিবারের সদস্যরা কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান এবং পুলিশকে বিষয়টি অবহিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই হকার বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলে কিশোরীকে ৩৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে কিশোরীর বাবা সরাসরি থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন।

অভিযোগ পাওয়ার পরই গাছা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি মোঃ ইসমাইল (৫৫)। তার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাক্কিলি পুরা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরে হকার হিসেবে কাজ করছিলেন। পুলিশ সোমবার রাতেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে আসে।

এদিকে ঘটনাটির পর কিশোরীর শারীরিক পরীক্ষার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিশোরী মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানা গেছে। পরিবারও আতঙ্ক ও ক্ষোভে রয়েছে। তারা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

গাছা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় হয় এবং গ্রেফতার অভিযান চালায়। তিনি বলেন, এই ঘটনার পেছনে কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত ইসমাইলকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটিতে বাইরের লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে আরও কঠোর নজরদারির প্রয়োজন রয়েছে। তারা প্রশাসনের প্রতি নজরদারি ব্যবস্থা জোরদারের দাবি জানান।

ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। কিশোরী ও তার পরিবার বর্তমানে পুলিশের নিরাপত্তায় রয়েছে।