মদনে প্রতিবেশীর হামলায় সিলেট ইনস্টিটিউটের ছাত্র মিনহাজ গুরুতর আহত, মৃত্যুর সাথে লড়াই

IMG-20251125-WA0039

মোঃ রাসেল আহমেদ
জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোনা জেলার মদন উপজেলার বাড়িভাদেরা (হাওড় এলাকায়) গত ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার বিকেলে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় যুবক ও সিলেট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং-এর ইলেকট্রনিক্স বিভাগের মেধাবী ছাত্র মিনহাজ নিজ গ্রামের প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ছুটিতে বাড়ি এসে মিনহাজ স্থানীয় এক প্রতিবেশীর হামলার শিকার হন। হঠাৎ করে সংঘটিত এই হামলায় তার মাথা ও মুখে গভীর জখম হয়। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে মিনহাজ অক্সিজেন সাপোর্টে জীবন-মৃত্যুর সাথে লড়াই করছেন। তার শারীরিক অবস্থা দেখে পরিবার ও স্বজনরা ভীষণ উদ্বেগ ও শোকের মধ্যে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী ২৪ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবারের সদস্যরা বলেন—
“একজন ভদ্র, শিক্ষিত ও স্বপ্নবাজ ছেলেকে এভাবে নির্মমভাবে আহত করা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। যারা এই হামলার সাথে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

পরিবার ও এলাকাবাসীর দাবি

হামলাকারীকে দ্রুত গ্রেফতার করা

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার

মিনহাজের চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা

কোনো প্রভাবশালী ব্যক্তি যেন ঘটনা ধামাচাপা দিতে না পারে, তা নিশ্চিত করা

এ ঘটনায় পরিবার, স্থানীয় জনগণ ও সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেষে মিনহাজের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া চেয়ে বলেন—
“আল্লাহ যেন মিনহাজকে দ্রুত সুস্থতা দান করেন।”